প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২২, ২:৩২ পি.এম
গুইমারাতে পানিতে ডুবে প্রাণগেল স্কুল শিক্ষার্খীর
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী মেহেরিন আক্তার বৈশাখী (৭)পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানাযায় ১৪ মে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় মেহেরিন আক্তার বৈশাখী। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বৈশাখীকে পানি থেকে তুলে বিজিবি হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মেহেরিন আক্তার বৈশাখী হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জামাল উদ্দিনের একমাত্র মেয়ে। মেয়েকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম। মাহবুব নগরের জামাল মেম্বারের বাড়ীতে গেলে হৃদয় বিদারক আহাজারিতে সকলের চোখ ভিজে আসে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। পরে জামাল মেম্বারের বাড়ীতে গিয়ে পরিবারের সকলকে সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা জানান। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত