• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

আর্ন্তজাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে মানিকছড়িতে নানা আয়োজন

প্রতিনিধির নাম / ২১০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২

৮ই মে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস। বিশ্বনন্দিত এই মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা জেনী হেনরী ডুনান্টের ১৯৪ তম দিনে এ বছর যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে দিবসটি উদযাপন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়াম চত্বরে জাতীয় ও আর্ন্তজাতিক রেড ক্রস পতাকা উত্তোলন শেষে অতিথি ও মানবসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো. আবু জাফরের সঞ্চালনায় ও সাবেক দলনেতা মো. আশরাফুল আলমের স্বাগত বক্তব্যে এবং যুব রেড ক্রিসেন্টের দলনেতা থোয়াইঅংপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য ও আ’লীগ সাধারণ সম্পাদক মো.মাঈন উদ্দীন, মানিকছড়ি (সদর) ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সহকারী শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী, আ’লীগ নেতা মো. জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আবদুল মান্নান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, প্রভাষক মো. মনির হোসেন,ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, বিশ্ব মানবের সেবাব্রতী হিসেবে আর্ন্তজাতিক রেড ক্রসের অনুসারী রেড ক্রিসেন্ট দেশে মানবিক সেবায় অগ্রনী ভূমিকা রাখছে। যুব রেড ক্রিসেন্টের যুবরা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলে যে মানবিক সেবা দিয়েছে তা সত্যি প্রসংশীয় এবং নতুন প্রজন্মদের জন্য অনুকরনীয়। আমরা এই মানবসেবীদের পাশে আছি এবং থাকব। অনুষ্ঠান শেষে বিগত সময়ে মানবসেবায় অবদান রাখায় ১৬জন যুব সদস্যকে সন্মানণা ক্রেস্ট ও দিবসে আয়োজিত চিত্রাংকণে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ