প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২২, ৪:৩৯ পি.এম
পানছড়িতে সমীর ত্রিপুরার মূল হত্যাকারী গ্রেফতার
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ৪নং লতিবান ইউনিয়নের হেলাধুলা পাড়ায় ১৫দিন পুর্বে সংঘঠিত হত্যাকাণ্ডের মূল হত্যাকারী মিন্টু বিকাশ ত্রিপুরাকে(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৪ মে'২২) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাটিরাঙ্গা থানা পুলিশ এর সহোযোগিতায় ২নং এজহারভূক্ত আসামীকে সুকৌশলে গ্রেফতার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় পানছড়ির সমীর ত্রিপুরার হত্যাকান্ডের ২নং এজহারভূক্ত আসামী মিন্টু বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর পুর্বে ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছিল। আর শীঘ্রই বাকী ৪জন আসামীকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্যঃ গত মাসের মঙ্গলবার(১৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে পানছড়ির ৪নং লতিবান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাধুলা পাড়ায় ছুরিকাঘাতে সমীর দত্ত ত্রিপুরা নিহত হয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই সোনা মোহন ত্রিপুরা পানছড়ি থানায় ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত