প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২২, ১০:৫৮ এ.এম
মহালছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার ১নং মহালছড়ি
ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ'র ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার(৩০ এপ্রিল) মহালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ঈদুল ফিতর'২২ উপলক্ষে বিনামূল্যে এসব চাল বিতরণ করেন।
এছাড়াও চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মহালছড়ি, খাগড়াছড়ি। ইউনিয়ন পরিষদের সচিব প্রয়াসী চাকমা, প্যানেল চেয়ারম্যন মানিক রঞ্জন খীসা এবং ইউপি সদস্যরা।
এবার খাগড়াছড়ির মহালছড়ি ইউনিয়নের ২৪৬৯দুস্থ অসহায় পরিবার ঈদ উপলক্ষে এসব চাল পেয়েছেন ১নং মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যয় এবছরেও মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০কেজি করে মোট ২৪৬৯জন হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সব চাল বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত