প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২২, ৭:১৫ এ.এম
প্রধানমন্ত্রীর ৩য় পর্যায়ে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
সারা দেশের ন্যয় খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মুজিববর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়িতে তৃতীয় পর্যায়ে ৪৯৮টি উপকারভোগীর মাঝে ঘরের চাবি প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ভিডিও কনফারান্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি বলেন, তৃতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদরে ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি, পানছড়ি ৮৭টি , রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মাটিরাঙায় ৫০টি, মানিকছড়ি ৩৫টি ও লক্ষীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।
এসময়, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, নেজারতের ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো,খাগড়াছড়ি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত