২০ এপ্রিল বুধবার ছিল ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
কেক কাটা,ইফতার মাহফিল ও প্রীতিভোজের মধ্যদিয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ২৩ বিজিবি,যামিনীপাড়া ব্যাটালিয়ন।
এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ২৪ আর্টিলারি গুইমারা ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মালেক, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম,
৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো:আনোয়ার মজহার,
মাটিরাংগা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো:মঞ্জুরুল কবির, ৪০ বিজিবি খেদাছড়া জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর খসরু রায়হান,২৩ বিজিবি যামিনীপাড়া জোন উপঅধিনায়ক মেজর মো: সোহেল আহমেদসহ সামরিক পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এইসময় প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন তার বক্তব্যে বলেন ২৩ বিজিবি সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরীর দ্বায়িত্ব পালনের মাধ্যমে ৪৬ বছরে পদার্পণ করেছে,আশাকরি ভবিষ্যতেও যথাযথ দ্বায়িত্ব পালনের মাধ্যমে সুনাম ধরে রাখবে,
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত