হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অভিযান চালিয়ে, শুক্রবার (২২ এপ্রিল) সকালে ২টি ইটভাটার সকল কার্যক্রম গুড়িয়ে দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন,এসময় অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত জনান হাইকোর্টের নির্দেশে রামগড়ের দাঁতারাম পাড়া এলাকায় মহামান্য হাইকোর্টের নিদর্শনা প্রতিপালন না করে ইটভাটা পরিচালনা করায় আজ ২২ এপ্রিল জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকস এর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা সহ চিমনি ও চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন,রামগড় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন, রামগড় থানার পুলিশ উপপরিদর্শক আল মামুন সহ ফায়ার কর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত