প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ৭:১৫ এ.এম
খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার মহালছড়ি ও গুইমারায় স্থানীয় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের টিম অবৈধ ভাবে পরিচালিত এস এইচ এস ব্রিকস ও গুইমারার মদিনা ব্রিকসে অভিযান চালিয়ে চিমনি ভেঙে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার চুলার আগুন নিভিয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন,”হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত