কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলার মাদাইখাল কালী মন্দিরে পূজায় আসা মহিলাদের গলার অলংকার ছিনতাইয়ের সময় দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশ দিয়েছে পুজা উদযাপন কারী লোকজন।
শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।আটকৃতরা হলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিমনগর এলাকার বাসিন্দা সামসুদ্দিনের স্ত্রী আছমা বেগম (৪৫) এবং সুন্দর আলীর স্ত্রী রেশমা খাতুন (২২)। তারা শাঁখা-সিদুঁর পড়ে হিন্দু নারীর বেশে মন্দির প্রবেশ করে। সেখানে সুযোগ বুঝে নারী পূজারিদের গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটায় বলে অভিযােগ করেন পুজারীরা।
পুজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, শনিবার পূজার অষ্টমি ও শেষ দিনে মন্দির ভক্তের সমাগম ঘটে অনেক বেশি। এ সুযাগ কাজে লাগিয়ে পুজারীদের ছদ্মবেশে ভীরে ঢুকে ছিনতাই করছিল ছিনতাইকারীরা।
দুপুরে মন্দিরের ভিতর পুজা-অর্চনা এবং বাইর পশু বলিদান চলছিল। এসময় কালীর পায়ে প্রণাম ও অর্ঘ্য প্রদানে দূর দূরান্ত থেকে আসা পুরুষ ও মহিলা ভক্তরা দুই ভাগে বিভক্ত হয় এক পাশ দিয়ে মন্দিরে প্রবেশ করে অপরদিক দিয়ে বের হবার সময় অনেক ভীর জমে যায় মন্দিরে। হঠাৎই সেখান থেকে কয়েকজন মহিলা ভক্ত তাদের স্বর্ণালংকার হারিয়ে কান্না শুরু করেন।
মুহুর্তেই স্বর্ণালংকার হারানোর খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষন পর আবারও দুইজন মহিলা ভক্তের গলা থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় তারা দুইজন নারী ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাদেরকে পুজা উদযাপন কমিটির হেফাজতে নেয়া হয়।তার পর নাগেশ্বরী থানা পুলিশের কাছে নিকট তাদের সােপর্দ করা হয়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত