রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাটারিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মো. রজব বেপারী (৪০) ঘটনাস্থলেই মারা যান। নিহত রজব গোয়ালন্দের মাখন রায়েরপাড়া গ্রামের মো. মঙ্গল বেপারীর ছেলে। এ সময় অটোরিকশার যাত্রী উসমান মন্ডল (৩০) গুরুতর আহত হন। তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষে হয়। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ‘ এ ঘটনায় রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।