ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলার ঐতিহ্যবাহী ভোলাচং গ্রামের পহৈলা বৈশাখের মেলা হবে ইজারা বিহীন। নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস এক সভায় এ ঘোষণা দেন। জানা যায়, স্থানীয় সাংসদ মো.এবাদুল করিম বুলবুলের নির্দেশে ও নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাসের সহায়তায় ভোলাচং ঐতিহ্যবাহী মেলা এবার ইজারাবিহীন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোলাচং মেলার মাঠে পহেলা বৈশাখ থেকে শুরু হতে যাওয়া মেলাকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস।এ সময় উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকি উদ্দিন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মোছা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জসীম উদ্দিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাজী নুরুজ্জামান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. দাউদ আলম শ্যামল সহ সত গ্রামের সুধী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসময় প্রথম বারের মতো ভোলাচং মেলা ইজারাবিহীন হওয়ার ঘোষণা প্রকাশ হওয়ার পর এলাকায় আনন্দের বার্তা বইতে দেখা গেছে।