ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচ এস সি পাশ করা রাফি ভূঁইয়া(১৭) নামে এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৮মার্চ) সন্ধায় উপজেলার আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান (২০) একই গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে রাফি ভূঁইয়া কে ছুরিকাঘাত করেন। মূমুর্ষ অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবার সূত্রে জানা যায় আগামীকাল মঙ্গলবার (২৯মার্চ)ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টবল পদে রিটেন পরিক্ষা দেবার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানায় যায় বখাটে প্রদীব নিয়মিত কোমরে ছুরি নিয়ে ঘুরতেন,কারো সাথে তর্ক বিতর্ক হলেই মেরে ফেলার হুমকি দিতেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম জানান,ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আসামী গ্রেফতার অভিযান চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত