ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে পবিত্র খতমে কোরআন, র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জাতীয় ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরী ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. জয়নুল আবেদীনসহ মেডল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং কেন্দ্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ইসলামের খেদমতে তার অসামান্য অবদান ও বর্তমানে জাতি গঠনে শিক্ষা, চিকিৎসাসহ ফাউন্ডেশনের নানা কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুন বলেন, আপনারা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিশুদের কোরআন, হাদিস, বিভিন্ন দোয়া ও মাসলা মাসায়েল শিক্ষা দিচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশন এর ইমামদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, মসজিদে মসজিদে আপনারা বিষয় ভিত্তিক আলোচনা করে জাতিকে হতাশা থেকে বাঁচাতে পারেন।
সভাপতির বক্তব্যে ইকবাল বাহার বলেন, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ, সারাদেশে ইফা কেন্দ্র শিক্ষক ও কেয়ারটেকারদের মাধ্যমে জাকাত উত্তোলন এবং বিতরণ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।
আলোচনা শেষে বায়তুল আমান জামে মসজিদের খতীব মাওলানা আশহাদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এর আগে সকালে ইফার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পাতাকা উত্তোলন, উপজেলাস্থ বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পস্তবক অর্পণ, ইফা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে জেলা কার্যালয় মিলিত হয়ে তেলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত