রাজবাড়ীর গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মৌকুরি গ্রামের খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে নিজ বাড়ীর ৩শ গজ দুরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তি ওই এলাকার মৃত হাচেন শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, সে রাতে এশার নামাজ আদায় করতে বাড়ি থেকে ৩০০ গজ দূরে মসজিদের উদ্দেশ্যে যান।এর কিছুক্ষণ পর তাকে এলাকার লোকজন তাকে গলাকাটা অবস্থায় তার বাড়ীর সামনে তারই কলা বাগানে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দেয়। তার সাথে এলাকার কারো তেমন কোন শত্রæতা ছিল না বলে দাবী করেন পরিবারের লোকজন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার জানান, হত্যা কান্ডের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার একটি টিম, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের ব্যপারে অভিযান চলমান রয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত