এম. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি): মানিকছড়িতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন উপলক্ষে ৩০ আগস্ট সকালে এক উদ্বোধনী সভা অনুষ্টিত হয়। ৩০ আগস্ট সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি বাজারে ভান্তে ভবনের দ্বিতলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক এস. এম.জহির উদ্দীন বিল্লাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সভাপতি রুপেন পাল, ব্যবসায়ী এস. এম. রবিউল ফারুক, ব্যাংক এশিয়ার জেলা শাখা ম্যানাজার দেবাশীষ কুমার রায়, উপজেলা ব্যাংক এশিয়ার কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,থানা প্রতিনিধি এস. আই মিশন চৌধুরী, এস. আই. মাহবুব হাসান,৩ নং যোগ্যাছোলা এজেন্ট মোঃ আলমগীর হােসেন, ২ নং বাটনাতলী ইউপি এজেন্ট মোঃ আলমগীর হোসেন, ৪ নং তিনটহরী ইউপি এজেন্ট মোঃ মোস্তফা কামাল প্রমূখ।
অনুষ্টানে স্বাগত বক্তব্যে জেলা ব্যাংক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে জনগণের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে ব্যাংক এশিয়া তৃণমূলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন,জননেত্রী শেখ হাসিনা জনগণের সকল সুযোগ- সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এক যুগ আগে তৃণমূলে এসব সুবিধা ছিল না। আজ সাধারণ জনগণ ঘরে বসে রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারছে। একে একে মানিকছড়িতে চারটি বেসরকারী ব্যাংক গ্রাহক সেবা দিচ্ছে। এটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল সেবার উপকারীতা। অনুষ্ঠানের আগে অতিথিরা ফিতা কেটে এবং পরে মোনাজাতের মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হলো।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত