পার্বত্য চট্টগ্রামে সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল পেতে সকলের অংশগ্রহণ জরুরী। শান্তি প্রত্যাশা ও অস্ত্রবাজি একসাথে সম্ভব নয় জানিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন গুলোকে অস্ত্রের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের নামে আন্দোলন করে জনগণকে তাদের দুঃশাসন ভুলানোর চেষ্টা করছে। পদ্মা সেতু সহ মেগা প্রকল্পের মতো উন্নয়নে বর্তমান সরকারের কাছে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি জামায়াতের অস্তিস্ত্ব বিলীন হওয়ার শঙ্কায় নির্বাচন নিয়ে অবান্তর প্রশ্ন তুলছে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এর আগে মিছিলে মিছিলে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত