মাগুরা সংবাদদাতা:
মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ডিজিটাল হ্যাকিং গ্রুপের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জন হ্যাকারকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় এই গ্রুপের দলনেতা মহিদুল রাজবাড়ি থেকে আগত কিছু সদস্যসহ সর্বমোট ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ টি ডেস্কটপ, ৯ সি পি ইউ, ১০ টি মোবাইল, ৭ টি হার্ডডিস্ক ও ১ টি মডেম উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, আটককৃতরা হলেন- মোঃ মহিদুল ইসলাম (২০) পিতাঃ মোঃ চাঁদ শেখ সাং চর চৌগাছি থানাঃ শ্রীপুর। মোঃ সবুজ শেখ (১৬) পিতাঃ আকিদুল শেখ, সাং চর চৌগাছি থানাঃ শ্রীপুর। মিজানুর রহমান, পিতা- আঃ আজিজ শেখ, সাং চর চৌগাছি,থানা - শ্রীপুর, মোঃ জাহিদুল ইসলাম (২৫), পিতা- চাঁদ আলী শেখ, সাং চর চৌগাছি, থানা- শ্রীপুর, রানা বিশ্বাস (১৮) পিতাঃ ফজলে বিশ্বাস, চর চৌগাছি, থানাঃ শ্রীপুর, হৃদয় বিশ্বাস (১৬) পিতাঃ আতিয়ার বিশ্বাস, চর চৌগাছি থানা - শ্রীপুর। জয় মাহমুদ (২২) পিতাঃ আখিল উদ্দিন, চর চৌগাছি, থানাঃ শ্রীপুর। শান্ত মোল্লা (১৬) পিতা বকুল মোল্লা, কালিনগর, কছুন্দি, মাগুরা সদর, সর্ব জেলা মাগুরা। সজিব(১৮) পিতাঃ আঃ রব মোল্লা, বিল সুন্দরপুর, কালুখালী,রাজবাড়ি। মোঃ আলমগীর(১৮) পিতাঃ মোকছেদ আলী মন্ডল, তালুকপাড়া বালিয়াকান্দি, রাজবাড়ি
অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করে তাদের ফেসবুক আইডি হ্যাক সহ বিভিন্ন ডিজিটাল হ্যাকিং কার্য পরিচালনা করে আসছে।
২৯ আগষ্ট রাত ৯ টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ (বিপিএম) সাংবাদিকদের জানান, ২৯ আগস্ট গভীর রাতে সংবাদ আসে একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র মাগুরার শ্রীপুরের চর চৌগাছি এলাকায় মানুষের মোবাইল নাম্বার ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে, এস আই জাহাঙ্গীর হোসেন,
এস আই রাসেল এর সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশের চৌকস একটি টিম নিয়ে গভীর রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চলাকালে এই গ্রুপের দলনেতা মহিদুলসহ রাজবাড়ি থেকে আগত কিছু সদস্য সর্বমোট ১০ জনকে ৯ টি ডেস্কটপ, ৯ সি পি ইউ, ১০ টি মোবাইল, ৭ টি হার্ডডিস্ক ও ১ টি মডেম উদ্ধার করি এবং তারা যেহেতু তাদের স্বীকারোক্তি অনুযায়ী এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সেই কারনে ডিজিটাল আইনে একটি মামলা রুজু করি। যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত