রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোন প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ, মাদক, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি প্রতিরোধে আলোচনা করা হয়। এসময় রমজান উপলক্ষ্যে সরকারী টিসিবি পণ্য সরবরাহে স্বজনপ্রীতি বা অনিয়ম যাতে না হয় ট্যাগ অফিসারদের সে বিষয়ে নজর রাখার আহ্বান জানান নির্বাহী অফিসার।
আইন শৃঙ্খলা সভা শেষে নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাধীনতা যুদ্ধে বিরঙ্গনাসহ বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে ধারাবাহিক আলোচনা, সুবর্ণজয়ন্তীর মেলা আয়োজন ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সমাবেশ এর প্রস্তুতি বিষয়ে কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ১৭ই মার্চ হতে ২৩শে মার্চ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়ে সরকার।