প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২২, ৪:৪৫ এ.এম
খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনে মানববন্ধন
খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনে দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।শুক্রবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠান প্রধানদের খাগড়াছড়ি শাখার সভাপতি অংপ্রু মারমা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এপিবিএ উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক ননিকা চাকমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার চাকমা, প্রতিষ্ঠান প্রধান পরিষদের খাগড়াছড়ি সাধারণ সম্পাদক কার্নেজী চাকমা, দীলিপ কুমার চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বিরাট বৈষম্য রয়েছে। তারা সরকারি মাধ্যমিক শিক্ষকদের মত সামনে ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া দেওয়া। এছাড়া বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোকে দ্রুত জাতীয়করণসহ ঐচ্ছিক বদলি, প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সসহকারি প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড দেওয়ার দাবি জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত