ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেল মহোদয়ের নির্দেশনায় নবীনগর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
জনাব আমিনুর রশিদ, অফিসার ইনচার্জ, নবীনগর থানা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নুরে আলম সঙ্গীয় অফিসার এসআই/মনিরুল ইসলাম, এএসআই/মোঃ কাউসার আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ এবং জনাব মোঃ মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করিয়া মাদক সেবন, বিক্রয় ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেব (৫০), পিতা-দুলাল দেব, সাং-নবীনগর মধ্যপাড়, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।