“মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যের আলোকে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে দূর্যোগ প্রস্তুতি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খানের সভাপতিত্তে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সি।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আ. হালিম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব অফিসার মো. আক্কাস উদ্দিন, লিডার মো. সাবেকুল ইসলাম প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রন ও উদ্ধার তৎপরতা চালাতে হবে তা মহড়ার মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার কৌশল প্রদর্শন করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত