কুড়িগ্রাম উলিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের (৫৫) গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তিনি ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে বিজয় দিবসের বেদিতে জুতা পায়ে উঠেন। এ ঘটনায় কর্মচারীরা তাকে লাঞ্ছিত করেন এবং তার বিরুদ্ধে মামলা করেন। আত্মসম্মান নিয়ে তিনি হতাশায় ভোগেন এবং শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে তাকে বদলি করেন জয়পুরহাট পাঁচবিবি কলেজে।
তার স্ত্রীর দাবি উলিপুর কলেজ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার কাছে ফোন আসতো। এভাবে দীর্ঘদিনের মামলা এবং নিজের উপর ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বুধবার ৯ মার্চ সকাল ৯ ঘটিকায় তার নিজবাড়ি হিঙ্গরায় গোড় স্থান পাড়ায় ২য় তলায় তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত