সমাজ সেবা অধিদপ্তর ও খাগড়াছড়ির রামগড় শহর সমাজ সেবা অফিস এর উদ্যোগে কোভিড (১৯,)প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত,গরীব,মেধাবী ও প্রতিবন্ধী ৬৫জন শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান এবং ক্যান্সার কিডনি,লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড,জন্মগত ও হৃদরোগ, থ্যালমাসিয়া আক্রান্ত ৮জন রোগীদের এককালীন আর্থিক অনুদান প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় রামগড় সরকারি ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ জয়নুল আবেদীন, রামগড় সরকারি ডিগ্রী কলেজ, রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান,উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথি আগত অতিথি বৃন্দ আর্থিক অনুদানের সেবাগ্রহিতার মাঝে নগদ অর্থের চেক তুলে দেন।এছাড়াও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
উল্লেখ যে বিভিন্ন রোগে আক্রান্ত ৮জনের রোগীর মাঝে ৫০ হাজার টাকার করে চেক প্রদান,মোট ৪লক্ষ্য টাকা এবং ৬৫জন শিক্ষার্থীদের মাঝে ৩৫০০শত টাকা করে মোট ২লক্ষ্য ২৭হাজার ৪শত টাকা সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে প্রদান করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত