প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২২, ১:৩০ পি.এম
গুইমারাতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৫ নং মুসলিমপাড়া এলাকায় আগুন লেগে মো. আবু তাহেরর বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় সদর ইউনিয়নের মুসলিমপাড়া (সৌধুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আবু তাহেরের বসতঘরের পাশে থাকা
বৈদুতিক পিলার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় তাদের আর্তচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানিয়রা মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই আবু তাহেরর বসত ঘর ও আসবাবপত্রসহ ঘরে থাকা মূল্যবান সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্ত ঘর মালিক মোঃ আবু তাহের বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেলো। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। পরিবার- পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে থাকতে হবে।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, মোঃ ইফতেখার উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গাও রামগড়ের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক পিলার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন তাৎক্ষণিক সারা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মোঃ আবু তাহেরের অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুনে বসতঘর পুড়ে ছাই হওয়ার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত