ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুরে ইউনিয়নে এক অসহায় বিধবার বাগান বাড়ি জবরদখলের পায়তারা করার অভিযোগ উঠেছে ওই এলাকার এক ভূমিদস্যুর বিরুদ্ধে। সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানাযায়, চরফ্যাসনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরাজী বাড়ীর মো.আলীমিয়া ফরাজী ১৯৮৭ ইং সালে স্থানীয় সবুরা খাতুন স্বামী জালাল আহমেদ বেপারী থেকে দক্ষিণ চরমাদ্রাজ মৌজার দিয়ারা -৩৯২ এবং এসএ-১৭৮ নং খতিয়ানের ৪০৮০ নং দাগভূক্ত ১৭.৫ শতাংশ জমি খরিদ করেন যার দলিল নং ২০২০। ওই জমিনে সুপারির বাগান করে ভোগদখল করে আসছেন গ্রহিতা। গত ৩ বছর আগে গ্রহিতা আলীমিয়া ফরাজি লিভারের সমস্যা জনিত রোগে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রীসহ ৩ মেয়ে রেখে গিয়েছেন। মৃত্যুর আগে তিন মেয়েকে পাত্রস্থ করে গিয়েছেন তিনি। আলীমিয়া ফরাজির মৃত্যুর সুযোগে পাশ্ববর্তী বারেক হাওলাদারের ছেলে ভূমিদস্যু সিরাজের লোলুপ দৃষ্টি পরে বিধবার ১৭ শতাংশ সুপারির বাগানের দিকে। বিধবা সুলতানা রাজিয়া স্বামীর মৃত্যুর পর একাই থাকেন বাড়ীতে। বিধবার একা থাকার সুযোগে তার সম্পতিতে জবরদখল করার পায়তারা ও তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছে। তিন সন্তানের জননী অসহায় বিধবা দখলকৃত বাগান বাড়ি ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে অভিযুক্ত সিরাজ বলেন ওই জমি আমার, আমি ওদের জমি দখল করার চেষ্টা করিনা।