খুলনায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগরীর কে.ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিভাগীয় সদরে এ কর্মসূচি পালিত হয়।
অবৈধ, অনির্বাচিত, দখলদার সরকারের দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জনগণের কাছে তাদের জবাবদিহি নেই, দায়বদ্ধতা নেই বলেই দফায় দফায় পানি, তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনে দুর্ভেোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘এই দখলবাজ সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে না। আর তাই ফ্যাসিস্ট অপশক্তিকে হটাতে গণতন্ত্রে বিশ্বাসী সব পক্ষকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।’
আমীর খসরু বলেন, ‘দুর্নীতি আর লুটপাটের বদৌলতে সরকার ও তার অনুসারীরা ফুলেফেঁপে বড়লোক হয়ে যাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা প্রতিনিয়ত কমছে। ন্যূনতম পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারছে না অধিকাংশ পরিবার। সরকার যখন মধ্যম আয়ের দেশের মিথ্যা দাবি তুলছে, সেই সময় একটি প্রজন্ম বেড়ে উঠছে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ না করে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে, আর সরকারি সিন্ডিকেট মুনাফা লুটে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তারা অবৈধভাবে দখলদারির মাধ্যমে ক্ষমতায় এসেছে।’
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, যুবদল নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, রবিউল ইসলাম রবি ও সাহারুজ্জামান মোর্ত্তজা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহীর, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু। অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মহিলা দল জেলা সভানেত্রী অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি তৈয়েবুর রহমান, যুবদলের মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারু, স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি একরামুল হক হেলাল, যুবদলের জেলা সভাপতি শামীম কবির, শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের জেলা সভাপতি মাওলানা ফারুক হোসাইন। দুপুরের পর থেকেই বিশাল বিশাল মিছিল আসতে থাকে সমাবেশ স্থলের দিকে। স্বল্প সময়ের মধ্যে ভরে যায় কর্মসূচিস্থল। কে ডি ঘোষ রোড ছাড়াও আশপাশের রাস্তায় বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন। এ সময় সেখানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত