বিলাইছড়িতে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী (সোমবার) উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এর আগে মধ্যে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন সহ বিভিন্ন দলে অঙ্গ সংগঠনের নেতা - নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এবং অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা ও উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শারমিন খন্দকার , বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সহ প্রায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মানুষের বা সম্প্রদায়ে ভাষা স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে। তাই দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রামে স্ব- স্ব মাতৃভাষা চালু করার আহ্বান জানান ।
অন্যদিকে, শহীদ মিনার ঘিরে কড়া নিরাপত্তায় দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী।আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত