রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ ইং পালিত হয়েছে।উক্ত দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহ, জাতীয় পার্টি, রাজারহাট হাসপাতাল, সরকারি এম.আই. কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্কাউটস্্, প্রেসক্লাব রাজারহাট, চাকিরপশার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল ১১টায় ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড আকলিমা বেগম, ওসি মো: রাজু সরকার, কৃষি অফিসার সম্পা আকতার, শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, অধ্যক্ষ মাও: মুহাম্মদ হক্কানী, প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।