রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং ইউপি বাঃহাঃ শাখা বাংলাদেশ আওয়ামীলীগের অংগসংগঠনের উদ্যােগে মহান ২১ শে ফেরুয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে এক বর্নাঢ্য র্যালী ও শহীদ মিনারে ফুল দিয়ে পুস্প অর্পন এবং ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি ১ মিনিট নিরবতা পালনসহ শ্র দ্বাঞ্জলী। আজ সোমবার সকাল ৮ টায় ২১ শে ফেরুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেরুয়ারী উপলক্ষে ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ রা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আদোমং মারমা ইউপি চেয়ারম্যান, সিনিয়ার সহ সভাপতি পুলক বড়ুয়া, নিবাহী সদস্য পুলক চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অংসুইহলা মারমা,সাংগঠনিক রাহুল বড়ুয়া,জেলা স্বেচ্ছা সেবক লীগ সাংগঠনিক সুইথুইমং মারমা, ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক কাইয়ূম হোসেন মিরাজ,মোঃ মাসুম সর্দার, মোঃ মাসুম, সাবেক সভাপতি ইউপি শাখা হলাথোয়াই( গংজ) উপজেলা স্বে চ্ছা সেবক লীগের নির্বাহী সদস্য চাইথোয়াইমং মারমা, ইউপি শাখা স্বে চ্ছা সেবক লীগের সভাপতি আলুমং মারমা সাধারণ সম্পাদক বিকাশ দে সহ ইউপি শাখা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ স্থানীয় জনসাধারণ নেতৃবৃন্দ রা অংশগ্রহণ করেন । এ মহান ২১ শে ফেরুয়ারী দিবসে সঞ্চালনায় মাসুম সর্দার।
ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, আজকে অমর একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনস্র শ্র দ্বা জানাই। এরা ঈর্দু ভাষাকে মাতৃভাষা বাংলা করার জন্য প্রাণ দিলেন সালাম, জব্বার বরকক রফিক, ফারুকসহ নিজ মাতৃ ভাষা লড়াইয়ে জন্য অনেকে প্রাণ দিয়েছেন।এদেরকে কোন ভুলতে পারবনা। এরা এখনো অমরে গাথা চিরতরে বাংলায় ডায়রি পাতায় শিখরে নাম লেখা রয়েছে। এর পর সিনিয়র সহসভাপতি পুলক বড়ুয়া বলেন, অমর একুশে ফেব্রুয়ারি মানেই নিজ মাতৃভাষা জন্য লড়াইয়ে যারা শহীদ নিবেদিত প্রাণ দিলেন এদের প্রতি শোকাহত বিনস্র শ্র দ্বা জানাচ্ছি। ৫২ সালে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে নিজ মাতৃভাষা আমরা পেয়েছি। এ বাংলা মাতৃভাষা আমাদের গৌরব ও চেতনা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত