১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুরে পথশিশুদের মাঝে 'খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ডেক্স অল ফরিদপুর। সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ অর্ণব এর নেতৃত্বে অসহায় শিশুদের মাঝে বার্গার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম নাইম, সাদেকা সুলতানা সেতু, দলিল উদ্দিন দোলন, জয় সরকার, সানজিদা উর্মি, আসিফুর রহমান ও আবির সরকার প্রমুখ। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ব্যপারে সংগঠনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক আহমেদ অর্ণব বলেন, "আমাদের ভালোবাসার পরিধি বাড়াতে হবে, আধুনিক যুগে ভালোবাসার সংজ্ঞায়নে যে ক্ষুদ্রুতা সৃষ্টি হয়েছে তা থেকে বেড়িয়ে বিশ্ব মানবতার সাথে এক হতে হবে " এ সংগঠন মূলত ফ্রি চিকিৎসা ক্যাম্প, শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত