খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সোনাইপুল বাজার দেলোয়ার শপিংমলের (২য় তলা)১৫ ফেব্রুয়ারি বেলা ১২.৩০ ঘটিকায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (SIBL)এর এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংক (এসপিও) মাসুদ রানার সঞ্চালনায় মঙ্গলবার সোশ্যাল ইসলামী ব্যাংকের কাজিরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে উক্ত শাখার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে ছিলেন জাফর আলম,(এমডি এন্ড সিইও ) সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,১নং বাগান বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রুস্তম আলী, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম সোশ্যাল ইসলামী ব্যাংক এর রামগড় এজেন্টর শাখা উদ্যোক্তা সাইফুল ইসলাম(সাইফ)ও ফয়সাল আমিন প্রমুখ।
সোশ্যাল ইসলামী ব্যাংক সোনাইপুল বাজার এজেন্ট শাখার যেসব সেবাসমুহ, চালু রয়েছে তা হলো সেভিংস একাউন্ট বা মুদারাবাদ সঞ্চয়ী হিসাব,কারেন্ট একাউন্ট বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব,মাসিক জমা ভিত্তিক হজ্জ একাউন্ট,মাসিক জমা ভিত্তিক দেনমোহর একাউন্ট,মাসিক জমা ভিত্তিক সঞ্চয় প্রকল্প (ডিপিএস),গার্মেন্টস্ কর্মচারী ও পথশিশু একাউন্ট,যে কোন পরিমাণ স্থায়ী আমানত (এমটিডিআর),স্কুল ব্যাংকিং ও স্টুডেন্ট একাউন্ট এবং কৃষক ও মুক্তিযোদ্ধা একাউন্ট।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ীগন,ব্যাংকের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।