মাগুরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) মাগুরা পলিটেকনিক কলেজের বিপরীতে রুপকথা ক্যাফেতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়। কমিটিতে জাতীয় দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃআশরাফুল আলম সাগরকে সভাপতি ও জাতীয় দৈনিক গনকন্ঠের জেলা প্রতিনিধি ফেরদৌস রেজাকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি গঠন করা হয়।নতুন কমিটিতে অন্যান্যরা হলো সহ-সভাপতি গ্রামের কাগজের মাগুরা পৌর প্রতিনিধি মোঃআকরাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃমিজানুর রহমান রেন্টু, ,সাংগঠনিক সম্পাদক আজকের প্রত্যাশার জেলা প্রতিনিধি আইনুল ইসলাম, অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃআমির হোসেন,সাংবাদিক মোঃমাহবুবর রহমান , সাংবাদিক শাহিনুর রহমান,সাংবাদিক স্বপ্না আক্তার সাথী, সাংবাদিক হাবিব,সাংবাদিক গোলাম রাব্বি,সাংবাদিক আব্দুর রহমান,সাংবাদিক সুজন মাহমুদ,সাংবাদিক মারুফ রায়হান, সাংবাদিক নাজমুল হোসেন মিলন,সাংবাদিক সাজ্জাদ হোসেন নয়নসহ আরও অনেকে।