কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত গোমূর্তি উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর করলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী সকাল সারে দশটায় জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত একটি ঐতিহাসিক পুরাকীর্তি (গোমূর্তি) উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে মূর্তিটি হস্তান্তর করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত এস.এম আব্রাহাম লিংকন পুলিশ সুপারের নিকট থেকে মূর্তিটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সলিডারিটির নির্বাহী পরিচালক ও উত্তরবঙ্গ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, যাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সহঃঅধ্যাপক নাজমুন নাহার সুইটি, কুড়িগ্রাম জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস.এম উমর ফারুক সহ পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।