"জ্বালো জ্বালো আগুন জ্বালো, খুনি সন্তু লারমার গদিতে আগুন জ্বালো একসাথে" স্লোগানে মুখরিত লামা বাজারের রাজপথ। বান্দরবান জেলার রুমা সেনা জোনের নিরাপত্তায় নিয়োজিত দেশ প্রেমিক সেনাবাহিনীর টহল দলের উপর পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গ করে খুনি সন্তু লারমার জেএসএস (মূল) স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) লামা উপজেলা ও পৌর শাখা। ০৮ ফেব্রুয়ারী ২০২২ইং মঙ্গলবার বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়ক এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা পিসিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান।
আরো উপস্থিত আছেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিক কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিক কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রমূখ।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল লামা বাজারের বলে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা বজায় রাখতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অর্ধশত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত