মাগুরার নিউ আল বারাকা ক্লিনিকে খদ্দ কুছুন্দি গ্রামের রমজান বিশ্বাসের স্ত্রী রাশিদা (৩০), ভূল চিকিৎসায় মৃত্যু অভিযোগ উঠেছে। রমজান জানান গত শুক্রবার তার স্ত্রীকে মাগুরার গ্রামীণ ল্যাব ক্লিনিকে ডাক্তার লাবনী আকবর লাইজুকে দেখাতে গেলে তিনি দ্রুত আল বারাকা ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন, ক্লিনিকে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রক্তের গ্রুপ নির্ণয় করে ডাক্তার লাবনী দিয়ে ডেলিভারি করার ব্যবস্থা করেন, এরমধ্যে ভুল রক্ত রোগীর দেহে করানো হয় । এতে করে রোগীর দেহে প্রচন্ড জ্বালা পোড়া শুরু হয়, ডেলিভারির কিছুক্ষণের মধ্যেই সদ্যপ্রসূত বাচ্চা মৃত্যুবরণ করে। পরেরদিন রোগীর অবস্থা বেগতিক দেখলে আল বারাকা ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে ফরিদপুর হাসপাতালে নিয়ে যেতে বলেন, সেখানেই আজ সকাল ৩ টায় রাশিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহতের স্বামী রমজান ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ।