কুড়িগ্রামের রাজারহাটে ৫ শতাধিক দুঃস্থ-অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় প্রেসক্লাব রাজারহাট-এর উদ্যোগে ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বি.আর.এস.এ) এর সহযোগীতায় প্রেসক্লাব রাজারহাট চত্বরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, বি.আর.এস.এ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রংপুর সদর সাব রেজিষ্ট্রার রামজীবন কুন্ডু, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম (রানা), প্রেসক্লাব রাজারহাট এর সাবেক সভাপতি ও ভাইস প্রিন্সিপাল সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত