প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ১:১৬ পি.এম
খাগড়াছড়িতে বিহারাধ্যাক্ষ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক-১
খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়িতে আলোচিত বিহারাধ্যাক্ষ বিশুদ্ধা মহাথের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রূপায়ন চাকমা(৩৭) নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত(৪ ফেব্রুয়ারী) দেড়টার দিকে জেলা সদরের কমলছড়ি থেকে তাকে আটক করা হয়।
এ সময় আটক ব্যক্তির কাছ থেকে বিহারাধ্যাক্ষ বিশুদ্ধা মহাথের'র মোবাইলের সিমটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রূপায়ন চাকমাকে আটক করা হয়। সে বিহারাধ্যাক্ষ বিশুদ্ধা মহাথের’র মোবাইলের সিমটি ব্যবহার করে ৬জনের সাথে কথা বলে। বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ, গত রবিবার (৩০ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাথেরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তিনি বিহারে একা ছিলেন। সকালে দায়িকারা বিহার অধ্যক্ষকে সিয়ং দিতে গেলে বিহারের ভিতরে বিহারাধ্যাক্ষ বিশুদ্ধা মহাথের’র ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত