বান্দরবানের আলীকদম উপজেলায় নারী উন্নয়নের জন্য ৪ ইউনিয়নের প্রশিক্ষিত ৩১ জন নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে এসব মেশিন বিতরণ ও উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক দুংড়ি মং মার্মা।
অটোমেটিক এমব্রয়ডারী মেশিন বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আলীকদম সদর ইউপি চেয়ায়ম্যান মোঃ নাছির উদ্দিন বিএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ায়ম্যান কফিল উদ্দিন বিএসসি,সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, সাবেক চেয়ায়ম্যান ফোগ্য মার্মা, উপজেলা মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী এনুচা মার্মা, সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি খলিলুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাঃ সম্পাদক শামশুল আলমসহ প্রমুখ।
নারীদেরকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে নারীদের আন্তঃ সামাজিক উন্নয়নের জন্য অটোমেটিক এমব্রয়ডারী সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,নারীরা সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের অর্থনৈতিক ভাবে ভূমিকা রাখতে পারবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত