রাজবাড়ীর গোয়ালন্দে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা ডাক বাংলোর চত্বরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সু্জ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়সহ অন্যন্যা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহা।