প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২২, ৩:০৫ পি.এম
খাগড়াছড়িতে ভান্তে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
খাগড়াছড়ি সদরস্থ গুগড়াছড়ি ধর্ম সুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা থের হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জেলা সদরের শাপলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অনেকে এতে সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে দ্রুত খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সভা শেষে বিক্ষোভ মিছিল শুরু বের হয়। মিছিলটি ডিসি অফিস, এস পি সার্কেল অফিস ও খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসক, খাগড়াছড়ি বরাবরে স্মারক লিপি প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।অনতি বিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুশিয়ারী প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত