ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এ শ্লােগানে খাগড়াছড়ির গুইমারাতে তরুণদের অংশগ্রহনে বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্তের সঞ্চালনায় এতে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান সজিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।
উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৬বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার রাত ০৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত