ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় গত ২৫ জানুয়ারি কাপ্তাই শিলছড়ি বৌদ্ধ বিহার মাঠে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কলের মাধ্যমে উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোহা: হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার হোসেন।
এইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন স্থানীয় কার্বারী উত্তম মারমা, শিলছড়ি বাজার চৌধুরী ছিদ্দিক আহম্মদ ।
বৈঠকে প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য প্রধান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ- পরিচালক শুকলা বনিক।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত