মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধিঃ
করোনার কারণে (কভিট ১৯) দীর্ঘ পাঁচমাস বন্ধ রাখার পর অবশেষে (পহেলা সেপ্টেম্বর) থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী খুলে দেওয়া হচ্ছে।
বুধবার (২৬আগষ্ট) দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু।
তিনি বলেন-স্বাস্থ্যবিধি মেনে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিন্ধান্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে চলতি বছরের পহেলা সেপ্টেম্বর থেকে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়। তবে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ করেন।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমাদের সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে পর্যটকরা স্বাস্থ্যিবিধি মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।
এদিকে কটেজ ও হোটেল মালিকদের মনে কিছুটা স্বস্তি ফিরে আসেছে।কেননা দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার কারণে।অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে কটেজ ও হোটেল মালিকদের।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত