২০১৮ সালের আলোচিত অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৪ইউপি চেয়ারম্যান কে গ্রেফতার করেছে রাঙামাটি জেলা পুলিশ।
মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে শপথ গ্রহণ করতে আসেন তারা।
আটককৃতরা হলেন, রাঙামাটি সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা এবং নানিয়ারচর উপজেলাধীন সাবেক্ষ্যং ইউনিয়ন চেয়ারম্যান সুপম চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা।
এবিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন বলেন, গ্রেফতারকৃত ৪জন ওয়ারেন্টভুক্ত আসামী। ২০১৮ সালে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে তার অফিস চত্বরে গুলি করে হত্যা করা হয়। গ্রেফতার শেষে আমরা তাদের আদালতে সোপর্দ করেছি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মে উপজেলা পরিষদের সামনেই হঠাৎ এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত