প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২২, ৩:২০ পি.এম
মাটিরাঙ্গায় অবৈধ বালু জব্দ, ৩স্পটে লাল পতাকা
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ও বেলছড়ির বিভিন্ন অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর, হাজীপাড়া ও বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
অভিযানকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ ও গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংঘবদ্ধ বালুখেকো চক্র গোমতি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সকল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩স্থানে কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা অবৈধ বালু স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
অবৈধ বালু জব্দ করে ৩স্পটে লাল পতাকা টাঙানো হয়েছে। এসময়, ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত