অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে দলের যৌথ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন এর সঞ্চালনায় জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মো: আবুল কালাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী সহ আমন্ত্রিত নেতৃবৃন্দরা। সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে চির তরে মুছে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন।
দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান। তিনি বলেন, দলের মধ্যে নামধারী, মুখোশধারী কিছু বঙ্গবন্ধুর আদর্শের বুলি আওড়ানো ব্যক্তিরা ঘাপটি মেরে বসে আছে, তাদের সম্পর্কে সব সময় আমাদের সজাগ থাকতে হবে। তারা বঙ্গবন্ধুর মতো জননেত্রীকেও হত্যার ষড়যন্ত্রে আবারো মেতে উঠতে পারে মন্তব্য করতে সকলকে সচেতন থাকার আহবান জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত