কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অফিসপাড়া এলাকা থেকে বুধবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল ’এন্ড মিডিয়া ) মো. আবু সালাম চৌধুরী। তারা হলেন- হোয়ানক কেরুনতলী এলাকার ওমর আলীর পুত্র খায়রুল আলম (২৫ ) ও কুতুবজোম সোনাদিয়া এলাকার নুরু মিয়ার পুত্র ছৈয়দুল করিম (৩৩)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অফিসপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। এসময় খায়রুল আলম ও ছৈয়দুল করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আরোও একজন কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার দুই যুবককে তল্লাশি করে ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ২টি একনলা বন্দুক ও ২টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানিয়েছেন, আটক তরুণদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত