প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২২, ৩:৫৬ পি.এম
পানছড়িতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবাইয়া আফরোজ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি ) বিকালে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন হোটেলের খাবার দোকানে অপরিচ্ছন্ন ভাবে খাবার রাখায় দোকানের সীমানার বাইরে ছাউনি তৈরি করে মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্নসৃষ্টি করায় বিবিধ আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২হাজার ২'শ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বিভিন্ন রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার জন্য,পথচারীদের রাস্তা চলাচলে দোকানের সামনে যত্রতত্র মালামাল রাখায় বিভিন্ন আইনে এই জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, পানছড়ি বাজারের সুশৃঙ্খল পরিবেশ রাখা সবার দায়িত্ব ও কর্তব্য। যত্রতত্র মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্নিতকারী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ৷ সবাইকে সচেতন থেকে ব্যবসা চালিয়ে যেতে হবে। অন্যথায় এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত