খাগড়াছড়ির জেলাধীন পানছড়ি উপজেলার দূর্গম পাহাড়ী এলাকায় আর্থিক অনটনের কারণে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া একই পরিবারের দুই শিক্ষার্থীর প্রথম ধাপে ভর্তি,ইউনিফর্ম ও বই ক্রয়ের দায়িত্ব নিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) ফারজানা ও ইয়াসমিনের আর্থিক অনটনের অভাবে পড়ালেখা বন্ধ হওয়া পোষ্টটি নজরে আসলে পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি দুই বোনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে ।
মঙ্গলবার(১৭ জানুয়ারী) সকালে পিসিসিপির কেন্দ্রীয় ও খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ স্বশরীরে উপস্থিত হয়ে খোঁজ নিয়ে পড়ালেখার প্রাথমিক খরচ বহনের পাশাপাশি আগামীতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ,সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক জনি,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মোঃ মেহেদি হাসান, সম্মানিত সদস্য মুজাহিদুল ইসলাম (আয়ান)।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত