খাগড়াছড়ির রামগড়ে অনুমতি না নিয়ে অবৈধ ভাবে পাহাড়ের মাটি ও কৃষি জমির টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের জেল করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ জানুয়ারি )সন্ধ্যায় রামগড় কালাডেবা এলাকায় মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার, এসময় পৌরএলাকার গর্জনতলীর বাসিন্দা মোহাম্মদ আবুল কাশেমর ছেলে মোহাম্মদ রকিবুল ইসলামকে ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান বালু ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০এর ৪/১৫ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের জেল প্রদান করা হয়েছে এবং মাস্ক পরিধান না করায় সংক্রমণ আইন ২৬৯ দণ্ডবিধি মোতাবেক ৪জনকে ৪০০টাকা জরিমানা করা হয়েছে,পাহাড়কাঁটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের কর্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।অভিযান পরিচালনার সময় রামগড় থানার এসআই আল মামুন ও তাঁর সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত